নিজের অবস্থান পরিষ্কার করলেন আমির
বিনোদন ডেস্ক : ভারতে ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করে বেশ বিপাকে পড়েছিলেন আমির খান। এমনকি কিছুদিনের জন্য পরিবার নিয়ে দেশ ছেড়েছিলেন তিনি। তবে এবার নিজের মন্ত্রব্যের ব্যাখ্যা দিলেন তিনি। আমির খান বলেন, ‘আমি কখনই বলিনি ভারত অসহিষ্ণু। আমার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অসহিষ্ণুতা বাড়ছে এবং ভারত অসহিষ্ণু দুটি ভিন্ন কথা।’
নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি আরো জানান, ‘আমাদের দেশ অনেক সহিষ্ণু। কিন্তু কিছু মানুষ এটিকে নষ্ট করার চেষ্টা করছে। এই বিশাল দেশকে কিছু কিছু মানুষ ভাঙতে চাচ্ছে। এমন লোক সব ধর্মেই আছে। একমাত্র মোদিজি এদের থামাতে পারবেন। কারণ মোদিজি আমাদের প্রধানমন্ত্রী। তাকে আমাদের এ বিষয়ে জানাতে হবে।’
আমিরের মন্তব্যের পর তাকে ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর থেকে বাদ দেওয়া হয়। এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমার কাছে মাতৃভূমি মায়ের মতো। এটি কোনো ‘ব্র্যান্ড’ নয়। আমি আমার মাতৃভূমিকে কখনো ‘ব্র্যান্ড’ হিসেবে দেখিনি। এটি অন্যান্যদের কাছে ‘ব্র্যান্ড’ হতে পারে, তবে আমার কাছে নয়। সরকার আমার সঙ্গে চুক্তি বাতিল করলেও এখনো আমি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর।