খরা কবলিত মানুষের পাশে আমির
- বিনোদন ডেস্ক
মারাত্নক খরার কবলে ভারতের মহারাষ্ট্র। খরার কবলে পড়ে বেশকিছু দুর্বিষহ জীবনযাপন করছে সেখানকার অধিবাসীরা। এসব খরা কবলিত মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা সাধ্যমতো আমির খান।
আমির খান মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার দুটি গ্রামের দায়িত্ব নিয়েছেন। এজন্য তিনি খরা কবলিত মহারাষ্ট্রের গ্রামগুলো সশরীরে ঘুরে দেখেন আমির। সেখান থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো খুঁজে বের করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম দুটির দায়িত্ব নেন ত। আামরের তায়িত্ব নেওয়া গ্রাম দুটির নাম হচ্ছে তাল এবং কোরেগাঁও।
এবারই প্রথম নয় এর আগেও দুর্যোগকবলিত মানুষের পাশে এসে দাড়িয়েছেন আমির। ২০০১ ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে গুজরাট। সেবার আমির গুজরাটের কুচের গ্রামগুলোর দায়িত্ব নিয়েছিলেন।
মহারাষ্ট্র ঘুরে সেখানে একটি অনূষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘মহারাষ্ট্রে পানির সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যার যতটুকু সাধ্য আছে তার মধ্যেই।’
বেশ কিছু বছর যাবত মহারাষ্ট্রে চলছে তীব্র খরা। আর এ কারণে চলতি বছরের ৮৯ জন কৃষক আত্নহত্যা করেছে রাজ্যটিতে।