গল্প লিখলেন সানি লিওন
বিনোদন ডেস্ক
এবার নতুন একটি পরিচয়ে আর্বিভূত হচ্ছেন সানি লিওন। নিজেকে এবার লেখক হিসাবে উপস্থাপন করছেন তিনি। খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা গল্পের বেই ‘সুইট ড্রিমস’। এই বইটিতে তার লেখা মোট ১২টি ছোটগল্প থাকবে। সংবাদ : পিটিআই।
লেখালেখির জগতে আগমন সম্পর্কে পিটিআইকে তিনি বলেন, ‘লেখালেখির জগতে আসার কোনো ইচ্ছা আমার ছিল না। কিন্তু কিছু গল্প মাথার মধ্যে ঘুরছিল। সেগুলোকেই গল্পে লিখে ফেললাম। অবশ্য ছোটবেলায় ডায়েরি লেখার অভ্যাস ছিল আমার। তবে মা জানান পরে আর ডায়েরি লেখা হয়নি’।
প্রকাশনা সংস্থা ‘জাগারনাট বুকস’ সানি লিওনের প্রথম বইটি প্রকাশ করছে। সংস্থাটিই সানিকে বই লেখার প্রস্তাব দিয়েছিল। ১২টি গল্প লিখতে বলা হয় তাকে। এজন্য সানিকে তিন মাসের সময় বেধে দেওয়া হয়।
এব্যাপারে সানি লিওন আরো জানান, ‘প্রকাশকের পক্ষ থেকে আমাকে একই জনরার ১২টি গল্প লেখার প্রস্তাব দেয়া হল। ব্যক্তিগতভাবে এটা শেষ করা আমার জন্য ছিল চ্যালেঞ্জ। বইয়ের ১২টি গল্পের মধ্যে সবচেয়ে কঠিন ছিল “সেভেন ই” গল্পটা লেখা। কারণ সেটাই ছিল বইটির প্রথম গল্প।’
নিজের লেখা গল্প সম্পর্কে সানি বলেন, ‘আমি অনেক ভেবে গল্পগুলো লিখেছি। গল্পতে বর্ণনা কম তবে আমি কিছু কিছু ক্ষেত্রে সরাসরি গল্পে ঢুকে গেছি। পাঠকরা যারা বিরক্ত না হয় সেদিকেও খেয়াল রেখে লিখতে হয়েছে’।