শুধু পর্দা নয় বাস্তবেও হিরো শাহরুখ
- আফরিদা ইফরাত
পর্দায় ভয়ঙ্কর কোনো বিপদের দৃশ্যে আমরা পপকর্ণ চিবুতে চিবুতে অপেক্ষা করি কখন নায়ক আসবে এবং উদ্ধার করবে, সে বিপদগ্রস্থ নায়িকাকেই হোক কিংবা অসহায় দুস্থ কোনো ব্যক্তি।
পর্দার এই হিরোগিরি যে শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয় সেটাই প্রমাণ করলেন বলিউড কিং শাহরুখ খান।
বচ্চন পরিবারের আড়ম্বরপূর্ণ দীপাবলির পার্টিতে তারার হাট জমেছিলো। সেই সঙ্গে তো আতশবাজি, তারাবাতি, মরিচবাতি থেকে শুরু করে প্রদীপ—সবকিছু ছিলো জাঁকজমকপূর্ণ আয়োজনে ভরপুর।
কিন্তু এই জাঁকজমক আয়োজনই কাল হয়ে দাঁড়ায়। প্রদীপের আগুন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দের লেহেঙ্গায় লেগে যায় হঠাৎ করেই। শাহরুখ খান তখন ঠিক পর্দার নায়কের মতোই পরনের জ্যাকেট খুলে আগুন থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সঙ্গে সঙ্গে; যদিও অর্চনা সদানন্দের শরীরের ১৫ শতাংশ ততক্ষণে পুড়ে যায়। বলিউড বাদশাহও রেহাই পাননি আগুনের লেলিহান শিখার আক্রমণ থেকে। তবে সেই আক্রমণ তেমন গুরুতর ছিল না।
এই ঘটনায় শাহরুখ খান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। বলিউডের আরেক খান ভাইজান খ্যাত সালমান খান তাঁকে সত্যিকারের হিরো হিসেবে অ্যাখায়িত করেছেন।
অর্চনা সদানন্দকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।
এই ঘটনায় অর্চনা সদানন্দ কাউকেই দায়ী করেননি। তিনি বলেন, এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি দূর্ঘটনা ব্যতীত আর কিছু নয়।