নওয়াজের বিপরীতে সানি লিওন
বিনোদন ডেস্ক: নওয়াজউদ্দিন সিদ্দিকি আর সানি লিওনকে একসাথে দেখা যাবে পর্দায়। দুজন দুই ধরনের মিানসিকতার মানুষ। তাই অনেকের কাছ এই দুজনকে একসাথে অভিনয় করানোটা অসম্ভব মনে হতে পারে। আর সেই কাজটাই সম্ভব করতে চলেছেন পরিচালক সোহেল খান।
সোহেল খানের আগামী ছবিতে নওয়াজের নায়িকা হচ্ছেন সানি।যদিও আগে এই চরিত্রের জন্য অ্যামি জ্যাকসনকে ভাবা হয়েছিল। তবে শেষ পযন্ত সানিকেই চূড়ান্ত করতে চলেছেন সোহেল। সংবাদ: আনন্দবাজার পত্রিকা
বেশ কিছু দিন আগেই সানি বলেছিলেন এবার তিনি বলিউডের মেন স্ট্রিম ছবিতে অভিনয় করতে চান। অবশেষে তার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	