মিমের ‘ব্ল্যাক’
বিনোদন ডেস্ক: অভিনেত্রী বাছাইয়ের রিয়েলিটি শোয়ের মাধ্যমে ২০০৭ সালে মিডিয়ায় আসেন বিদ্যা সিনহা মিম। সে সুবাদে সুযোগ মেলে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে। এরপর কেটে গেছে ৮টি বছর। আজ শুক্রবার মুক্তি পেল তার ৬ নম্বর সিনেমা ‘ব্ল্যাক’। মিমের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে ‘ব্ল্যাক’।
‘ব্ল্যাক’র আগে চলতি বছর মুক্তি পায় মিমের ‘পদ্ম পাতার জল’। তবে সিনেমাটি ভালো ব্যবসা করতে পারেনি। এর জন্য দায়ী করা হয় ভুল সময়ে মুক্তি। শাকিব খান ও মাহির দুটি সিনেমার সঙ্গে পাল্লা দিতে হয়েছে তাকে। এর আগে মুক্তি পাওয়া গত বছরের ‘জোনাকীর আলো’ও সাড়া জাগায়নি। তবে ‘তারকাঁটা’য় তার নিস্পাপ অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করেছে। ফলে মিমের দর্শক কারা হবেন এখনো তা নিশ্চিত নয়। ‘ব্ল্যাকে’ তার সহশিল্পী কলকাতার সোহম। ‘বোঝে না সে বোঝে না’ তারকার রয়েছে বড় ভক্ত শ্রেণী। সে সুবিধাটুকু পাবেন মিম। তাই ‘ব্ল্যাক’ নিজেকে প্রমাণের সুযোগ করে দিচ্ছে মিমকে । এখন দেখার বিষয় তিনি কতটুকু সফল হতে পারেন।