ঢালিউডের সেরা পাঁচ ঘটনা
বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির নির্বাচন থেকে রিয়াজের হৃদরোগ— ২০১৫ সাল জুড়ে নানা ঘটনায় আলোচিত ছিল ঢাকাই চলচ্চিত্র। এর মাঝ থেকে বাছাই করা সেরা ৫ ঘটনা জেনে নিন—
এক. জানুয়ারির ৩০ তারিখে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পুনরায় সভাপতি নির্বাচিত হন শাকিব খান। সাধারণ সম্পাদকের পদ থেকে ছিটকে পড়েন মিশা সওদাগর। ওই পদে নির্বাচিত হন অমিত হাসান।
দুই. জাজ মাল্টিমিডিয়ার ১২টি চলচ্চিত্রে অভিনয় করেন মাহিয়া মাহি। মে মাসে তাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করে প্রতিষ্ঠানটি। এরপর কয়েকবার মাহির জাজে ফেরার গুঞ্জন উঠে। বছরের শেষ দিকে এসে এ বিষয়ে মুখ খুলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।
তিন. আইনি জটিলতার কারণে বেশ কয়েকবার আলোচনা আসে ‘রানা প্লাজা’। দুইবার মুক্তির তারিখ ঘোষণা দিয়েও আদালতের রায়ের কারণে পিছিয়ে যায়। সব মিলিয়ে বছর জুড়ে আলোচনায় ছিল সিনেমাটি। নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’য় অভিনয় করছেন পরীমনি ও সাইমন সাদিক।
চার. ৮৮তম অস্কারে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করছে আবু শাহেদ ইমনের চলচ্চিত্র ‘জালালের গল্প’। ছবিটি পর্তুগাল থেকে পুরস্কার অর্জনসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে বছর জুড়ে আলোচনায় ছিল। পাশাপাশি বিশ্বের প্রায় সবকটি মহাদেশের ২০টির মতো উৎসবে অংশ নিয়ে আলোচনায় ছিল আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’। দুটি ছবিরই প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মস।
পাঁচ. ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিত্রনায়ক রিয়াজের হাসপাতালে ভর্তি হওয়া ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা। সিনেমাটি নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন। এতে রিয়াজের বিপরীতে অভিনয় করছেন মাহি। সম্প্রতি ‘কৃষ্ণপক্ষ’র দৃশ্যায়ন শেষ হয়েছে।