‘অস্তিত্ব’র অডিও অ্যালবাম প্রকাশ
বিনোদন ডেস্ক : শুভ-তিশা অভিনীত প্রথম চলচ্চিত্রঅস্তিত্ব। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার ‘আয়না বলনা’, ‘আমি বাংলার হিরো’ শিরোনামের গান দুটি কিছুদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর গানগুলোও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার এ সিনেমার সমস্ত গান নিয়ে প্রকাশিত হলো অডিও অ্যালবাম।
গতকাল রোববার (৩১ জানুয়ারি) রাজধানী গুলশানে একটি রেস্তোরায় এ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এ চলচ্চিত্রের চিত্রনায়ক আরিফিন শুভ ও নায়িকা তিশা, গীতিকার কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী দম্পতি, সংগীতশিল্পী ইবরার টিপু, লেমিস সহ আরো অনেকে। প্রশংসিত ‘আয়না বলনা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নন্দিতা ও তাহসিন। কথা জাহিদ আকবর। সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ‘আমি বাংলার হিরো’ শিরোনামের গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। প্রীতমের সঙ্গে যৌথভাবে গেয়েছেন লেমিস। গানের কথা লিখেছেন মেহেদি হাসান লিমন ও আরজিন কামাল।
শুভ-তিশা ছাড়াও এতে আরো। অভিনয় করেছেন- সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ। ‘অস্তিত্ব’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন- কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি।গত বছর সেপ্টেম্বরে শুরু হয় অস্তিত্ব সিনেমার শুটিং। সম্প্রতি এ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন নির্মাতা মামুন। এখন সম্পাদনার কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।