বড় পর্দায় ‘ছোট কাকু’
- বিনোদন ডেস্ক
এবার বড় পর্দায় আসছে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় চরিত্র ‘ছোট কাকু’। এর আগে ছোট কাকু নিয়ে ধারাবাহিক সিরিজ, বই, নাটক ও কমিকস বুক প্রকাশিত হয়েছে। এবার এই ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কিশোর উপন্যাস ‘ছোটকাকু’র প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’- নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। নির্মাণের পাশাপাশি ছোটকাকুর ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি।
আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে দুপুর ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে চলচ্চিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এবং পরদিন যমুনা ব্লকবাস্টার সিনেমাসসহ সারাদেশের কয়েকটি হলে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে চলচ্চিত্রটির সেন্সর সনদ লাভ করেছে।
ছোটকাকু বিপদ সংকুল পথে পা বাড়িয়ে রহস্যের কিনারায় পৌঁছাতে ভালোবাসেন। ‘কক্সবাজারে কাকাতুয়া’র গল্পে রয়েছে রোমাঞ্চ, রহস্য আর উত্তেজনা। আরও আছেন জহিরউদ্দিন পিয়ার, শামস সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।