ভিন ডিজেল কাঁদলেন
বিনোদন ডেস্ক : ৬ জানুয়ারি ছিল ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড-২০১৬’-এর পুরস্কার ঘোষণার দিন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে ভিন ডিজেল মঞ্চে উঠেছিলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ সিনেমার জন্য দুইটি পুরস্কার নিতে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ সিনেমার শুটিং শেষ করে যেতে পারেননি পল। তবুও তাকে হারিয়ে যেতে দেননি ভিন ডিজেল। কম্পিউটার প্রযুক্তির সহায়তা নিয়ে তাঁকে ছবিতে জীবন্ত করে রেখেছেন।
অনুষ্ঠানে পলকে উৎসর্গ করা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ সিনেমার গানটি গাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন ভিন ডিজেল।
আবেগতাড়িত হয়ে ডিজেল বলেন, ‘আপনারা সবাই জানেন, প্রতিবারের মতো এবারও আমি মঞ্চে ওঠার সময় ভাবছিলাম— এখানে এসে আমি মোটেই আবেগতাড়িত হব না। এমনকি ওখানে (দর্শকের আসনে) বসেও আমি ঠিক ছিলাম। কিন্তু যখন দুটি বিষয়ে পুরস্কার জিতলাম, যখন এ ছবির প্রতি আপনাদের ভালো লাগার কথা জানতে পারলাম, ঠিক তখনই আমি ছবিতে ‘ডম’ এবং ‘ব্রায়ান’ চরিত্র দুটির মাঝে হারিয়ে গেলাম।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ‘মনে পড়ে গেল পলের কথা …।’
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগেই ২০১৩ সালের ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারকা অভিনেতা পল ওয়াকার। তাকে হারানোর শোক এখনো ভুলতে পারেননি ছবিটির সঙ্গে জড়িত কেউ এবং বিশ্বজুড়ে পলের কোটি কোটি ভক্তেরা।