দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত তিশা
বিনোদন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত হলেন তিশা। এর আগেও দেশটির ‘সাংস্কৃতিক দূত’ নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। তার মেয়াদ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। তবে এই অভিনেত্রী আবারও দক্ষিণ কোরিয়ার ‘সাংস্কৃতিক দূত’ নির্বাচিত হয়েছেন। এবারও তার মেয়াদ থাকবে দুই বছর। দ্বিতীয় দফায় দক্ষিণ কোরিয়ার শুভেচ্ছাদূত নির্বাচিত হওয়ায় তিশাও বেশ উচ্ছ্বসিত।
শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘কোরিয়ান চলচ্চিত্র উৎসব’ উদ্বোধনের আগে তিশার হাতে এ সংক্রান্ত নিয়োগপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত আন সিউং ডু।
সাংস্কৃতিক দূত নির্বাচিত হয়ে তিশা বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে কোনো দেশের সাংস্কৃতিক শুভেচ্ছাদূত হওয়ার বিষয়টি অনেক বেশি সম্মানের। দ্বিতীয়বারের মতো দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত হওয়ার বিষয়টা আরও বেশি সম্মানের। পাশাপাশি অনেক বড় একটা দায়িত্বও বটে। দ্বিতীয়বারের মতো আমাকে সাংস্কৃতিক শুভেচ্ছাদূত নির্বাচিত করার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’