যৌথ বিনিয়োগের প্রস্তাব ভারতীয় উদ্যোক্তাদের
- উদ্যোক্তা ডেস্ক
বাংলাদেশে বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় উদ্যোক্তারা। তারা মনে করেন, সম্ভাবনাময় অর্থনীতির এ দেশের কয়েকটি খাতে বিদেশি বিনিয়োগ প্রক্রিয়াধীন। এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হবে। ফলে যৌথ বিনিয়োগে লাভবান হতে পারে উভয় দেশ।
গতকাল বুধবার ঢাকা সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা মতিঝিলে ফেডারেশন ভবনে বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে যৌথ বিনিয়োগের বিষয়ে প্রস্তাবও দেন। এফবিসিসিআই এ বৈঠকের আয়োজন করে। বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে কনফেডারেশন অব অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সিআইআইর বিনিয়োগ টাস্কফোর্সের চেয়ারম্যান ও টাটা স্টিল এসইজেডের এমডি অরুণ মিশ্র।
অরুণ মিশ্র বলেন, বাংলাদেশে অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে। এসব প্রকল্পের কারণে অনেক শিল্পপণ্যের চাহিদা তৈরি হয়েছে। এ চাহিদা পূরণে দু’দেশের উদ্যোক্তারা যৌথ বিনিয়োগে এগিয়ে যেতে পারেন। বিশেষ করে বিদ্যুৎ-সংশ্লিষ্ট উপখাত, স্টিল, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা এবং মানবসম্পদ উন্নয়নে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি বলেন, যৌথ বিনিয়োগের লক্ষ্য নিয়ে এবার তারা ঢাকা সফর করছেন। এ দেশে বিনিয়োগের বিষয়ে তা বাস্তবেই আন্তরিক। বাংলাদেশের প্রশংসায় অরুণ মিশ্র বলেন, সম্ভাবনাময় বাজার হিসেবে বাংলাদেশকে বড় বাজার মনে করেন তারা। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব দিক থেকে দু’দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বেসরকারি খাতের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এগোচ্ছে। রফতানির পাশাপাশি অভ্যন্তরীণ শিল্পেও সমান গুরুত্ব দিয়েছে সরকার। এসব শিল্পে ভারতীয় উদ্যোক্তাদের অভিজ্ঞতায় যৌথ বিনিয়োগ হতে পারে।