যাত্রা শুরু করলো ‘উদ্যোক্তাগিরি’
- উদ্যোক্তা ডেস্ক
দেশীয় উদ্যোক্তাদের মেন্টোরিং, প্রশিক্ষণসহ নানা ধরণের সহযোগিতার মাধ্যমে সফল করে তুলতে যাত্রা শুরু করেছে উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘উদ্যোক্তাগিরি’।
গত ২৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে নতুন এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্যোক্তাগিরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রন মাহিনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।
প্রধান অতিথির বক্তব্যে সবুর খান বলেন, উদ্যোক্তা মানেই নিজের ব্যবসা থাকতে হবে এমন ধারণা আসলে ঠিক না। উদ্যোক্তা মানেই ব্যবসায়ী না। এই উদ্যোক্তাদের নিয়ে এই যেই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এটাও একটা উদ্যোগ।
তিনি বলেন, উদ্যোক্তাগিরি এমন একটি প্ল্যাটফর্ম হবে যেখানে দেশের ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটালের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো এসে সঠিক এবং কার্যকর উদ্যোক্তাদের খুজে নেবে। তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে সফল করার পথ সুগম হবে। আর এই সফলতাই হবে তখন উদ্যোক্তাগিরির অর্জন।
সবুর খান বলেন, উদ্যোগ নিলে প্রতিবন্ধকতা থাকবেই, বাধা আসবেই। এইজন্য থেমে গেলে চলবে না। কাজ করেই যেতে হবে। আশা করি উদ্যক্তাগিরি হবে বাংলাদেশের উদ্যোক্তা সহায়ক অন্যতম একটি প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে উদ্যোক্তাগিরি নিয়ে রন মাহিনুর বলেন, আমাদের দেশে যারা দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন, তাদের মধ্যে বেকারত্বের হার ৭ দশমিক ৫ শতাংশ। আর যারা অনার্স–মাস্টার্স পাস করেছেন, তাদের মধ্যে বেকারত্বের হার ১৬ দশমিক ৪ শতাংশ। এই বেকারত্ব কমাতে উচ্চশিক্ষার সাথে সাথে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা দরকার। আর তাই প্রযুক্তিগত ও লিডারশিপ ট্রেনিং এর মাধ্যমে দক্ষ মানব–সম্পদ তৈরি, নিজেদের কর্মক্ষেত্র সৃষ্টি, ক্যারিয়ার ডেভেলপমেন্টসহ নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্নভাবে সহায়তা করার জন্যই ‘উদ্যোক্তাগিরি’ নিয়ে কাজ করে যাচ্ছে।
উদ্যোক্তাগিরির কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘বাজার ও পণ্য নিয়ে নানারকম বিশ্লেষণ এবং গবেষণা ফলাফলসহ একজন উদ্যোক্তা হিসেবে সফল হতে কী করতে হবে সেইসব সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে আমাদের উদ্যোক্তাগিরি। আমরা শুধুমাত্র বাংলাদেশের উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। যারা দেশিয় পণ্য বা সেবা নিয়ে কাজ করছে আমরা তাদেরকে প্রমোট করছি।
অনুষ্ঠানে জানানো হয়, উদ্যোক্তাগিরির সাথে কাজ করতে আগ্রহীরা তাদের ওয়েবসাইট www.uddoktagiri.com গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে প্রোফাইল জমা দিতে পারবেন। এরপর উদ্যোক্তাগিরির পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করে উদ্যোক্তা হওয়ার গল্প তুলে এনে, তাকে প্রমোট করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন ইক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ, বাক্যর সাধারণ সম্পাদক ও ফিফো টেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন, ডাউন টেক কমিউনিকেশনের প্রধান নির্বাহী মোস্তফা জামান, প্রিয়শপের প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম খান, উদ্যোক্তাগিরি অন্যান্য কর্মকর্তা সহ আরও অনেকে।