গেট ইন দ্যা রিং : বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন নূসরাত
- উদ্যোক্তা ডেস্ক
জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) ৮ মে ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘গেট ইন দ্যা রিং- ২০১৮’ -এর গ্র্যান্ডফিনালে। ২০১৮ এর গেট ইন দ্যা রিং চ্যাম্পিয়ন হয়েছেন আর্কেড ফাউন্ডেশনের নূসরাত জাহান রাইসা। তিনি আগামী ২৯ মে পর্তুগালে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিট আপে চূড়ান্ত পর্বে প্রতিযোগীতা করবেন।
আজ রাজধানীর সোবহানবাগে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে আয়োজিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম। অন্যান্য বিচারকদের মধ্যে ছিলেন আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশ এর বিনিয়োগ উপদেষ্টা টিনা জেবিন, মসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালি উল- মারুফ মতিন, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সভাপতি কাজী এম আহমেদ ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনওয়ার কামাল।
গত ২১ এপ্রিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ব্যাটেলের মাধ্যমে ৩৫৮টি দল থেকে ১২ টি দল চূড়ান্ত পর্বের জন্য (ফাইনালিস্ট) নির্বাচিত হয়। এরপর ১২টি দল থেকে নির্বাচন করে ফাইনালে আর্কেড ফাউন্ডেশনের নূসরাত জাহান রাইসা চ্যাম্পিয়ান হয়ে গ্লোবাল মিট আপের (ফাইনাল) জন্যে পর্তুগালের টিকেট জয় লাভ করেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, দি ইউনিভার্সিটি অব এপ্লাইড সায়েন্স, জার্মানী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ ১২টি দল অংশগ্রহণ করে।
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) । এর আগে ২০১৫ সালে বাংলাদেশে প্রথম বারের মতো এ ‘গেট ইন দ্যা রিং’ প্রতিযোগীতার আয়োজন করা হয়। তারও আয়োজক ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এদেশের তরুণদের রয়েছে অসামান্য উদ্ভাবনী মেধা। দেশের অনাচে কানাচে যেসব উদ্যেমী তরুণ চমৎকার সব ব্যবসায়িক ধারনা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে খুঁজে বের করবে গেট ইন দ্যা রিং প্রতিযোগিতা। এসময় তিনি বলেন, গেট ইন দ্যা রিং বাংলাদেশে একটু নতুন ধারনা। এই নতুন ধারনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ড্যাফোডিল পরিবারকে ধন্যবাদ জানান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, আমাদের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ। তারা ছোট ছোট বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিয়েছে। এই তরুণদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে ও যথাযথ যত্ন নিতে পারলে খুব দ্রুতই তারা বাংলাদেশেকে বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে। এসময় মো. মোশাররফ হোসেন ভূইঁয়া তরুণ উদ্যোক্তাদের যথাযথ আইন কানুন মেনে ব্যবসা করার পরামর্শ দেন। তিনি বলেন, সৎ উপায়ে আইন মেনে ব্যবসা করলে ব্যবসায় দ্রুত উন্নতি লাভ সম্ভব।
সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রিনিউরশিপ বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে এবং সবসময় প্রয়োজনীয় মনিটরিং ও পরামর্শ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। তিনি প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের দৃঢ় মনোবল ও আস্থা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্ত নেটওয়ার্ক তৈরির আহ্বান জানান।