পর্দা নামল ‘গেট ইন দ্যা রিং’ বিভাগীয় সিলেকশন পর্বের
- উদ্যোক্তা ডেস্ক
গত ৬ই সেপ্টেম্বর খুলনা বিভাগীয় সিলেকশন রাউন্ডের মধ্যে দিয়ে শুরু হওয়া বিশ্বব্যাপী জনপ্রিয় বিজনেস স্টার্টআপ প্রতিযোগীতা ‘গেট ইন দ্যা রিং-ঢাকা’র সিলেকশন পর্ব শেষ হলো সিলেট বিভাগীয় সিলেকশন পর্বের মাধ্যমে। গত ১ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ফ্রেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশনের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তাদের অলিম্পিক খ্যাত এই প্রতিযোগীতার সিলেট বিভাগীয় সিলেকশন রাউন্ড। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় সিলেট বিভাগ ও এর আশে পাশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ নেন। প্রতিযোগীতায় ভ্রমন, ডিভাইসফিট এবং বায়োডিজেল—এই তিনটি দল পরবর্তী পর্বের জন্য বিজয়ী হয়েছে।
প্রতিযোগিতার বিচারকার্যের দায়িত্বে ছিলেন ফ্রেড্রিক নাউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) প্রোগ্রাম ম্যানেজার ওমর মুস্তাফিজ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন অনুষদের জ্যেষ্ঠ প্রভাষক প্রণব কুমার সাহা, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আশরাফুল ফেরদৌস চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা দেবজিত সাহা।
আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত গ্রান্ড ফিনালের মাধ্যমে এই আয়োজনের পর্দা নামবে ।