আঙুরের গুণাগুণ

আঙুরের গুণাগুণ

রবিউল কমল : প্রবাদে আছে ‘আঙুর ফল টক’। কিন্তু আসলেই কি আঙুর ফল টক? হয়তো কেউ বলবেন টক, আবার কেউ কেউ বলবেন মিষ্টি। আসলে সবার ধারণা সত্যি। আঙুর ফল টক-মিষ্টি দুই স্বাদেরই হতে পারে। আমাদের অনেকের ধারণা আঙুর আমাদের দেশীয় ফল। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভূল; কারণ আঙুর একটি বিদেশি ফল। তবে বিদেশি ফল হলেও আমাদের দেশে সারা বছর প্রচুর আঙুর পাওয়া যায়। শুধু পাওয়া যায় বললে ভূল হবে এখন তা অনেকটা দেশি ফলের মতোই পরিচিত হয়ে গেছে। আঙুর একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। আসুন তাহলে জেনে নেই আঙুরের কিছু গুণের কথা।


  • Table_grapes_on_whiteআঙুরের ফাইটোকেমিক্যাল হৃদপিণ্ডের পেশির ক্ষতি নিজ থেকেই পূরণে বিশেষভাবে সহায়তা করে হৃদপিণ্ডকে সুস্থ রাখে।
  • প্রতিদিন আঙুর খেলে শরীরে কলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
  • আঙুরের পাতলা আবরণে রেসভেরাট্রোল নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। গবেষকরা বলেন এই রেসভেরাট্রোল অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ক্যান্সারের কোষ গঠন করতে বাঁধা প্রদান করে।
  • আঙুরের আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় মিনারেল রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।
  • অ্যামেরিকান সোসাইটি অফ বোন অ্যান্ড মিনারেলস রিসার্চের মতে আঙুরে মাইক্রো নিউট্রিইয়েন্টস যেমন-ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাংগানিজ থাকে, যা মানুষের হার্টের গঠন এবং মজবুত হওয়ার জন্য অত্যন্ত জরুরী।
  • আঙুরে প্রচুর পরিমাণে অর্গানিক এসিড, চিনি এবং সেলুসাস থাকে যেগুলো লেক্সাটিভের উপাদান, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষভাবে কার্যকরী।
  • আঙুরে প্রচুর পরিমাণে ইনস্যলুবেল ফাইবার রয়েছে যা আমাদের পরিপাকনালী পরিষ্কার রাখে।
  • আঙুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভানয়েড, মিনারেল, ভিটামিন সি, কে এবং এ। যার সবই আমাদের দেহের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়তা করে।
  • বিশেষ কিছু গুণের কথা

  • আঙুরের ইউরিক এসিডের এসিডিটি কমিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে। এটি আমাদের পরিপাকতন্ত্র থেকে এসিডের মাত্রা কমিয়ে দেয় এবং কিডনির ওপর চাপ কমায়। এছাড়া আঙুর পানি জাতীয় ফল হওয়ার কারণে কিডনি পরিষ্কারের কাজে সাহায্য করে এবং কিডনির যেকোনো সমস্যা থেকে আমাদের মুক্ত রাখে।

সূত্রঃ ইন্টারনেট। favicon5

Sharing is caring!

Leave a Comment