লেবুযুক্ত গরম পানি ক্যান্সার কোষের মৃত্যু ঘটায়

লেবুযুক্ত গরম পানি ক্যান্সার কোষের মৃত্যু ঘটায়

  • হেলথ ও লাইফস্টাইল ডেস্ক

লেবুযুক্ত গরম পানি ক্যান্সার কোষের মৃত্যু ঘটায়—এমন তথ্য উঠে এসেছে চীনের বেইজিং সামরিক হাসপাতালের এক গবেষণায়। হাসপাতালটি চিফ এক্সিকিউটিভ অধ্যাপক চেন হেরিন বলেন, গরম পানির গ্লাসে কয়েক টুকরো লেবু আপনাকে সারাজীবনের জন্য রক্ষা করবে ক্যান্সারের ঝুঁকি থেকে। কারণ লেবুর রসযুক্ত গরম পানি ক্যান্সার কোষের মৃত্যু ঘটায়।

তিনি বলেন, একটি লেবুকে তিন টুকরো করে কাটুন। তরপর টুকরোগুলোকে একটি কাঁচের মগ অথবা কাপে রাখুন। এবার গরম পানি ঢেলে দিন এরমধ্যে। এবার চয়ের মতো চুমুক দিয়ে পান করুন। প্রতিদিন আপনি যদি এই অভ্যাস অব্যাহত রাখেন, নিশ্চিভাবেই ক্যান্সারের ঝুঁকি থেকে দূরে থাকতে পারবেন।

গবেষণায় দেখা গেছে, গরম লেবুর রস ক্যান্সার বা টিউমারের ওপর কার্যকরী প্রভাব ফেলছে। এই নির্যাস শুধু ম্যালিগন্যান্ট ক্যান্সার কোষকেই ধ্বংস করে। অন্য সুস্থ্ কোষকে প্রভাবিত করে না।

ক্যান্সার কোষ ধ্বংস করা ছাড়াও এই গরম লেবুর রস থেকে উৎসরিত মনো কার্বলিক অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, সংকীর্ণ ধমনী রক্ষা, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা ইত্যাদি কাজে ভূমিকা রাখে।

সূত্র : Beijing Military Hospital: How Pieces of lemon in a glass of hot water can save you

Sharing is caring!

Leave a Comment