ক্রিকেটের নতুন ফরম্যাট ‘১০০ বল’

ক্রিকেটের নতুন ফরম্যাট ‘১০০ বল’

  • স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মতো ১০০ বলের খেলা আয়োজন করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড এর ঘরোয়া লিগ ‘দ্যা হান্ড্রেড’ এর নামে শুরু হয়েছে ক্রিকেটের এই নতুন ফরম্যাট। 

ক্রিকেটের ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে তিনটি ফরম্যাট রয়েছে পাঁচ দিনের টেস্ট, ৫০-ওভারের ওয়ানডে  এবং টি-টোয়েন্টি। কিন্তু ১০০ বলের এই ফরম্যাট ক্রিকেটে এই প্রথম। জাতিগতভাবে ক্রিকেটকে আরও বৈচিত্র্যময় করার জন্য, দর্শকদের আরও আনন্দ দেওয়ার জন্য এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য ক্রিকেটের এই ফরম্যাট চালু করার সিদ্ধান্ত নেয় ইসিবি। ইংল্যান্ড ক্রিকেটের প্রাক্তন পরিচালক অ্যান্ড্রু স্ট্রাস বলেন, ‘দ্যা হ্যান্ড্রেডের পেছনের ধারণা গ্রীষ্মের ছুটিতে মা ও বাচ্চাদের নিয়ে আসা’। 

ইসিবি গত বছর এই ফরম্যাটে খেলা শুরু করার পরিকল্পনা করে। কিন্তু করোনা মহামারির জন্য তা বাতিল করা হয়। দ্যা হান্ড্রেডে ফ্র্যাঞ্চাইজি আটটি পুরুষ এবং মহিলাদের দল সমন্বিত।  ২১ জুলাই ওভাল ইনভেনসিবলস এবং ম্যানচেস্টার অরিজিনালসের মধ্যে মহিলাদের ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হয় এবং ২২ জুলাই ওভাল ইনভেনসিবলস এবং ম্যানচেস্টার অরিজিনালসের মধ্যে পুরুষদের ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় খেলায় ওভাল ইনভেনসিবলম বিজয়ী হয়।

প্রতিবেদকঃ শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Sharing is caring!

Leave a Comment