যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দেবে ইউরোপীয় ইউনিয়ন
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ: বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক জানিয়েছেন ব্রাসেলসের বৈঠকে কয়েকটি সংস্কারের বিষয়ে সমঝোতা হয়েছে । তিনি বলেন আরো জানান, সব দেশ এসব সংস্কার প্রস্তাবে সম্মতি দিয়েছে।
সমঝোতা প্রস্তাব নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলছেন, এই সমঝোতার ফলে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে ‘বিশেষ মর্যাদা’ পাবে।
নতুন এই সমঝোতা অনুযায়ী, কোনো দেশে অভিবাসীদের সংখ্যা অনেক বেশি হয়ে গেলে নতুন অভিবাসীদের ক্ষেত্রে প্রথম সাত বছরের কল্যাণভাতা বন্ধ করে দিতে পারবে যেকোনো দেশ।