শাস্তি পেল আইলানের দুই পাচারকারী
তুরস্কের একটি আদালত আয়লান কুর্দিসহ ৫ জনের মৃত্যুর ঘটনায় সিরিয়ার দুই নাগরিককে শাস্তির রায় ঘোষণা করেছে। শাস্তি হিসেবে তাদেরকে চার বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে ৩ বছরের শিশু আয়লান কুর্দির লাশ ভেসে আসে গ্রীসের সমুদ্রে। আইলানের সেই ছবি বিশ্ব মানবতার ভিত নাড়িয়ে দেয় এবং অভিবাসী সংকটের নতুন সমাধানের দিগন্ত খুলে দেয়। এর আগে ফেব্রুয়ারির ১২ তারিখ ওই দুইজনের বিরুদ্ধে পাচার ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে বিচার শুরু হয়। মাফাওয়াকা আলাবাস ও আসেম আলফ্রাদ নামে দুই সিরিয়ার নাগরিককে আয়লানসহ ৫ জনকে পাচারের অভিযোগে তুরস্কের আদালত শুক্রবার এই শাস্তি ঘোষণা করে। তবে তাদেরকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
উল্লেখ্য গ্রীসে ভূমধ্যসাগর পাড়ি দিতে যাওয়ার পথে আয়লানের ভাই গালিপ ও মা রিহানও ডুবে মারা যান।