যুক্তরাজ্যকে ইইউ ত্যাগ না করার আহ্বান হকিংয়ের
আন্তর্জাতিক ডেস্ক : ইইউ ত্যাগ যুক্তরাজ্যের বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিপর্যয়কর হবে বলে মন্তব্য করেছেন পদার্থ বিজ্ঞানের জীবন্ত কিংবদন্তী স্টিফেন হকিং।
আজ (১০ মার্চ) ‘দ্য টাইমস’ এ এক চিঠিতে হকিং ও দ্য রয়্যাল সোসাইটির অন্যান্য সদস্যরা (যাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী তিন বিজ্ঞানীও রয়েছেন) যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিরোধিতা করেন।
তাদের যুক্তি, ‘প্রথমত,তহবিল বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে ইউরোপে বিজ্ঞান চর্চার মাত্রা অনেকখানি বেড়েছে, বিশেষত যুক্তরাজ্যে। কারণ, আমরা এখন তীব্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে রয়েছি।’
‘দ্বিতীয়ত, এখন আমরা ইউরোপ মহাদেশ থেকে অনেক সেরা গবেষককে নিয়োগ দিতে পারি। তাদের মধ্যে ওই সব তরুণও আছে যারা ইইউ থেকে অনুদান পেয়েছে এবং তা নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পথ বেছে নিয়েছে।’
‘আমরা ইউরোপের সবচেয়ে মেধাবী মানুষদের এখানে এনে এবং তাদের গবেষণায় তহবিল সরবরাহের মাধ্যমে যুক্তরাজ্যের বিজ্ঞানের ভবিষ্যত নিশ্চিত করতে সক্ষম হব। সেইসঙ্গে অন্যান্য জায়গার সেরা বিজ্ঞানীদের এখানে এসে কাজ করতে উৎসাহিত করতে পারব।’
উদাহরণ হিসেবে বিজ্ঞানীরা সুইজারল্যান্ডের প্রসঙ্গ টেনে বলেছেন, দেশটি শ্রমিকদের অবাধ চলাচলে বাধা সৃষ্টির পক্ষে ভোট দেওয়ার পর তরুণ মেধাবীরা এখন আর সেদেশে যেতে চাইছে না।
ইইউ’তে থাকা বা না থাকা বিষয়ে জুনে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।