আঙ্কারায় গাড়ি বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত
- আর্ন্তজাতিক ডেস্ক
তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৩৪ জন এবং আহত হয়েছেন আরও ১২৫ জন। সাম্প্রতিক সময়ে তৃতীয়বারের মতো বোমা হামলার ঘটনা ঘটল শহরটিতে। সংবাদ : বিবিসি। বিবিসির খবরে বলা হয়, রাজধানীর আশপাশ থেকেও বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।
এই ঘটনার পরে তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেই যাবে। তিনি আরও জানান, ‘তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে না পেরে সন্ত্রাসীরা এখন বেসামরিক লোকজনকে টার্গেট করছে ।’ নিহতদের মধ্যে অন্তত দুইজন হামলাকারী দলের সদস্য বলে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজ্জিনোংলু।
এই বোমা হামলার পর তুরস্ক সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুক বন্ধ করে দিয়েছে। সরকার এই হামলার জন্য কুর্দিশদের দায়ী করেছে। তবে এখনও কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।