সব খায় ম্যাডি
- আন্তর্জাতিক ডেস্ক
অদ্ভুত এক রোগে আক্রান্ত তিন বছরের ফুটফুটে শিমু ম্যাডি মুর। সে ‘পিকা’য় আক্রান্ত। মজার মজার খাবারে তার ক্ষুধা মেটে না। বরং অখাদ্য-কুখাদ্য বলতে যা বোঝায়, তাই খেয়ে ফেলে মেয়েটি। সে বাড়ির কার্পেট থেকে শুরু করে রং পর্যন্ত গিলে ফেলে।
ম্যাডি মুরের খাদ্যতালিকায় ইতিমধ্যে ওয়াশিং পাউডার, রান্নার তেল, কার্পেটের আঁশ, পাথর, প্লাস্টার, কাঠ, প্লাস্টিক, বালি, টেপ, পোকা, রং, কলম বা টয়লেট টিস্যু চলে এসেছে।
পিকা এমন এক ইমপালসিভ ডিসঅর্ডার, যার কারণে ক্ষুধা মেটাতে খাবার নয় বরং অন্য জিনিসের প্রয়োজন হয়।
তাকে পর্যবেক্ষণ করছে চিলড্রেনস সেন্টার। এরা ম্যাডির জন্যে ভক্ষণযোগ্য পুতুলের ব্যবস্থা করে দিয়েছে। এতে অন্তত সে নিরাপদে প্লাস্টিক বা রাবারের পুতুল খেতে পারবে।
এদিকে মা ক্যাথিরিন মুলিনসকে সব সময় সাবধান থাকতে হয়। মেয়ে যেন এমন কিছু খেয়ে না ফেলে যার কারণে তার ভেতরটা ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, আমার মেয়ের সমস্যাটি বিরল। যত বিশেষজ্ঞ তাকে দেখেছেন, সবাই বলেছেন, এমন মেয়ে এর আগে কেউ কখনো দেখেননি। আমার মেয়েটি সব খায়। মাথায় দুশ্চিন্তা থাকে, পরেরবার ও কি খেতে চলেছে? এক মিনিটের জন্যেও ওকে চোখের আড়াল করা যায় না। ও কিছু না কিছু খেয়েই চলেছে।
মা বিষয়টি ম্যাডির এক বছর পূরণ না হতেই খেয়াল করেন। মেয়েটি আজেবাজে জিনিস মুখে পুরে নেয়। চিকিৎসকরা টানা দুই বছর ওকে নিয়ে নানা পরীক্ষা চালান। পরে তারা ধরতে পারেন, ম্যাডি পিকায় আক্রান্ত।
এ ছাড়াও ম্যাডির মধ্যে অটিজম রয়েছে। ডেভেলপমেন্টাল ডিলে এবং সেন্সরি প্রসেস ডিসঅর্ডারের কারণে তার মধ্যে অনাকাঙ্ক্ষিত যেকোনো বিষয়ের দেখা মিলতে পারে।
প্রতিবন্ধী হলে এবং গর্ভধারণের সময় ক্ষুধা নিবারণে অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। একেই বলে পিকা। রোগটা অবশ্যই প্রাণঘাতী।
পরিবারটি ইংল্যান্ডের ডোরসেটের বর্নমাউথে দুই বেডরুমের একটি ফ্ল্যাটে বাস করেন। তবে তারা আরো বড় একটি বাসা নেওয়ার চিন্তা করছেন। কারণ, ‘সর্বভুক’ ম্যাডির জন্যে আলাদা কক্ষের ব্যবস্থা করতে হবে যেখানে ক্ষতিকর কোনো জিনিস থাকবে না।