মালিতে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে বিলাসবহুল হোটেল রেডিসন ব্লু-তে জিম্মি ঘটনার অবসান হয়েছে। তবে আরো হামলার আশঙ্কায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার ওই হোটেলে হামলা চালিয়ে অজ্ঞাত বন্দুকধারীরা ১৭০ জনকে জিম্মি করে। তবে সন্ত্রাসীদের হাতে এখন আর কেউ আটক নেই বলে দাবি করেছে মালি। সংবাদ: বিবিসি।
মালির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীদের হাতে আর কেউ জিম্মি নেই। বন্দুকধারীদের ধরতে তাদের ধাওয়া করা হচ্ছে। হামলায় ২০ জন নিহত হয়েছে। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মালিতে জিম্মি ঘটনার অবসান হয়েছে।
শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত এক জরুরি মন্ত্রিসভার বৈঠকের পর মালির প্রেসিডেন্ট ইব্রাহীম বৌউবাকার কেইটা ১০ দিনের জরুরি অবস্থা জারি করেছে। তিনি জানান, জিম্মির ঘটনায় ২১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে দুইজন বন্দুকধারীও রয়েছে। তবে এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা জানান, র্যা ডিসনে হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। হোটেলের প্রথম তলায় ১২ ও দ্বিতীয় তলায় ১৫ জনের লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের তিন নাগরিক রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তাদের একজন নাগরিক আছে। শীর্ষ নিরাপত্তা সূত্রে এবং হোটেল পরিচালক সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামিক স্লোগান দিতে দিতে হোটেলটিতে হামলা চালানো হয়। হোটেলটিতে বেশিরভাগই বিদেশি নাগরিক থাকেন। মার্কিন মালিকানাধীন হোটেলটি মালিতে কর্মরত বিদেশিদের কাছে বেশ জনপ্রিয়।
সর্বশেষ হামলার দায় স্বীকার করেছে আফ্রিকাভিত্তিক জিহাদি সংগঠন আল-কায়েদা ইন ইসলামিক মেগরিব ও আল-মুরাবিতুন।