ক্যামেরুনে ‘৯০০’ বন্দী উদ্ধারের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের অপহৃত ৯০০ বন্দীকে উদ্ধারের পর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রী জোসেফ বেটি আজোমো। তিনি জানান, নভেম্বরের শেষ দিকে তার বাহিনী বোকো হারামের শতাধিক জঙ্গিকে হত্যাও করেছে।
বুধবার বেতারে জনতার উদ্দেশ্যে প্রচারিত এক বিবৃতিতে একথা জানান তিনি। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মজুদ এবং ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সাদা-কালো রঙের পতাকা জব্দ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ক্যামেরুনের প্রত্যন্ত উত্তরাঞ্চলে পরিচালিত ওই অভিযানের বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। এই অভিযান ঠিক কোথায় পরিচালিত হয়েছে, কিংবা বোকো হারামের বন্দীদের কোথায় রাখা হয়েছিল, তাও স্পষ্ট করে জানানো হয়নি। মুক্তি পাওয়া বন্দীদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। গত বছর নাইজেরিয়ার চিবকে শিক্ষার্থীদের আবাসিক ভবন থেকে বোকো হারামের অপহৃত ২১৯ জন স্কুলছাত্রীর কেউ মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে কিনা, তাও জানা যায়নি।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় তৎপর বোকো হারাম এ পর্যন্ত ১৭ হাজার মানুষকে হত্যা করেছে এবং দুই হাজার শিশু, নারী ও পুরুষকে অপহরণ করেছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যসূত্রে জানা যায়।