কর্মস্থলে নারীদের খোলাচুল নিষিদ্ধ করল গাম্বিয়া
আন্তর্জাতিক ডেস্ক : নব্য ইসলামি প্রজাতন্ত্রে পরিণত হওয়া গাম্বিয়ায় সরকারি চাকরিরত নারীদের কর্মস্থলে চুল খোলা রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির সরকারি এক নির্দেশনায় বলা হয়েছে, নারীদের উচিত ‘চুল সুন্দর করে বেঁধে হেড টাই ব্যবহার করা।’ তবে এ ব্যাপারে কোনো কারণ নির্দেশনায় উল্লেখ করা হয়নি। সংবাদ : বিবিসি।
বিবিসি বলছে, ৪ জানুয়ারি তারিখে দেওয়া ওই নির্দেশনাটি দেশটির সরকারবিরোধী বলে পরিচিত ফ্রিডম এবং জোলোফ নিউজ সংবাদপত্রে প্রকাশিত হয়। তাতে বলা হয়, সরকারি মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থায় চাকরিরত নারীদের কর্মস্থলে চুল খোলা না রাখার এই নির্বাহী আদেশ জারি করা হয়েছে। এবং সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গেল মাসে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মে পশ্চিম আফ্রিকার এই দেশটিকে ‘ইসলামি প্রজাতন্ত্র’ ঘোষণা করেন। তখন তিনি বলেছিলেন, দেশে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হলেও নতুন কোনো পোশাক আইন ঘোষণা করা হবে না এবং অন্য ধর্মের অনুসারীরা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন।
উল্লেখ্য, ইয়াহিয়া জাম্মে ২১ বছর ধরে গাম্বিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন।