সতীত্ব পরীক্ষা দিয়ে ১১৩ ছাত্রীর বৃত্তি লাভ !
আন্তর্জাতিক ডেস্ক : সতীত্ব পরীক্ষা দিয়ে দক্ষিণ আফ্রিকার ১১৩ ছাত্রী বৃত্তি লাভ করেছেন। শুক্রবার কাওয়াজুলু-নাতাল প্রদেশের ইউথিকিলা নগর কর্তৃপক্ষ তাদের উচ্চশিক্ষার জন্য এ বৃত্তি দেয়। সংবাদ : ফক্স নিউজ।
ফক্স নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, যৌনকাজে এখনো সম্পৃক্ত হয়নি এমন ছাত্রীদের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে মেইডেনস বারসারি অ্যাওয়ার্ডস নামে বৃত্তি চালু করে নগর কর্তৃপক্ষ। তবে ওই বছর ঠিক কতজন ছাত্রী এ বৃত্তি পেয়েছে, তা জানা যায়নি।
নগর কর্তৃপক্ষের মুখপাত্র জাবুলানি এমখোনজা বলেন, ‘মেয়েরা যাতে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারে এবং নিজেদের পবিত্র ও যৌনকার্যক্রম থেকে দূরে রাখতে পারে, সেজন্য এ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।’ তিনি বলেন, ‘যেসব ছাত্রীকে এ বৃত্তি দেওয়া হয়েছে, ছুটি শেষে তাদের পরীক্ষা করা হবে। যদি তারা তাদের কুমারীত্ব হারিয়ে ফেলে, তাহলে তাদের বৃত্তি ফেরত নেওয়া হবে।’ এ ব্যাপারে দেশটির নারী বিভাগ জানিয়েছে, তারা বৃত্তির বিষয়টি জানে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
শার্লটি লবি নামে বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘নারীদের অবমূল্যায়ন করা হয়, এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। যদি এই প্রতিবেদন সত্য হয়, তাহলে আমরা অবশ্যই এটিকে অভিযোগ হিসেবে বিবেচনা করব এবং নগর কর্তৃপক্ষকে এ সমস্যা সমাধানের জন্য বলব।’