শিশুদের পুড়িয়ে মারল বোকো হারাম
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়ায় সিরিজ হামলায় শিশুসহ অন্তত ৮৬ জনকে হত্যা করেছে। এতে আরো ৬২ জন গুরুতর আহত হয়েছে। সংবাদ : দ্য গার্ডিয়ান।
গার্ডিয়ান অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে বোকো হারামের প্রতিষ্ঠাস্থল মেইদুগুরি থেকে ১২ কিলোমিটার দূরে ডালোরি নামে একটি গ্রামে এ হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বোকো হারামের সদস্যরা গাড়িতে করে ওই গ্রামে ঢুকেই গুলি করতে শুরু করে। এর পর তারা বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই এলাকার এক শরণার্থী শিবিরেও হামলা করে জঙ্গি সংগঠনটি। এই শিবিরে ২৫ হাজার শরণার্থীর থাকে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মুস্তাফা আংকা বলেন, জঙ্গি দল গ্রামে ঢুকেই গুলি ও বাড়িঘরে অগ্নিসংযোগ শুরু করে। তাদের সঙ্গে তিনজন নারী আত্মঘাতী বোমা হামলাকারী ছিল। তারা প্রথম দিকেই গাড়ি থেকে নেমে গ্রামের মানুষের সঙ্গে মিশে যায়। পরে তারা বোমা বিস্ফোরণ করে নিজেদের উড়িয়ে দেয়।
হামলার সময় গাছে উঠে জীবন রক্ষা করেছেন অনেকে। তাঁরা দেখেন, শিশুদের ধরে আগুনে পুড়িয়ে মেরেছে। ভুক্তভোগী আলামিন বাকুরা বার্তা সংস্থা এপিকে জানান, প্রায় চার ঘণ্টা ওই হামলা চালায় বোকো হারাম। তাঁর পরিবারের অনেকেই এ হামলায় মারা গেছেন এবং আহত হয়েছেন বলে জানান তিনি।
আলামিন জানান, যারা পাশের গ্রাম গ্যামোরিতে পালিয়ে যাচ্ছিল, তাদের ধরে এনে গুলি করে হত্যা করে জঙ্গিরা।
গত ছয় বছরে বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের হিসাবে, এ সময়ে নাইজেরিয়ায় অন্তত ১০ লাখ শিশুর পড়ালেখা বন্ধ হয়ে গেছে।