ধ্বংসস্তুপ থেকে চার দিন পর জীবিত শিশু উদ্ধার
- আর্ন্তজাতিক ডেস্ক
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে চার দিন পর সাত মাসের এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে।
কিছুদিন আগে ভারি বৃষ্টির কারণে ছয়তলা ভবনটি ধসে পড়ে। তখন ঘটনাস্থলে নিহত হয় ২২ জন। ওই ভবনে বাস করা আরো কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব মানুষের তাদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। এখন পর্যন্ত ওই ভবন থেকে ১৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালানোর সময় কম্বল জড়ানো একটি বালতিতে থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে রেডক্রস।
শিশুটি ভালো আছে এবং তার শরীরে কোনো আঘাতের নমুনা প্ওয়া যায়নি বলে জানিয়েছে উদ্ধারকারী দলটি। তবে শিশুটির শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। উদ্ধার করার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।