যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশটির রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল (০৭ ডিসেম্বর) সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী সভায় তিনি বলেন, মুসলিম সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে সাময়িকভাবে হলেও যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সংবাদ : নিউইয়র্ক টাইমস।
গত মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ট্রাম্প একের পর এক তাঁর মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে আসছেন। এর আগে তিনি আমেরিকার সব মুসলিমের তালিকাভুক্তি, মসজিদে নজরদারি প্রতিষ্ঠা এবং দরকার হলে মসজিদ বন্ধ করে দেওয়ারও প্রস্তাব করেছিলেন। সিরিয়া থেকে আসা কোনো মুসলিম উদ্বাস্তুকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধেও কথা বলেন তিনি।
এর এক দিন আগে গত রোববার ওভাল অফিস থেকে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ওবামা ইসলাম বা মুসলমানদের ঢালাওভাবে শত্রু হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে সাবধান করে দিয়েছিলেন। ওবামা বলেন, সব মুসলমানকে শত্রু চিহ্নিত করলে শুধু লাভবান হবে আইএস। কারণ তারা বর্তমান লড়াইকে ইসলামের সঙ্গে পশ্চিমের লড়াই হিসেবে চিহ্নিত করতে চায়।
ওবামা মুসলমানদের আমেরিকার মিত্র হিসেবে আখ্যায়িত করেন। যেকোনো ধরনের ‘ইসলামোফোবিয়া’ বা ‘ইসলামভীতি’র বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান ওবামা।
রিপাবলিকান পার্টির অন্য প্রেসিডেন্ট পদপ্রার্থীরা এত দিন পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে ট্রাম্পের কথা-যুদ্ধের প্রতি নমনীয় মনোভাব দেখিয়ে আসছিলেন। কিন্তু গতকাল দেওয়া ট্রাম্পের বক্তব্য তাঁরা সবাই প্রত্যাখ্যান করেছেন।
ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ ট্রাম্পকে ‘বিকৃত মস্তিষ্ক’সম্পন্ন বলে পরিহাস করেছেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০০৯ থেকে ২০১৩—এই পাঁচ বছরে যুক্তরাষ্ট্র ৬ লাখ ৮০ হাজার মুসলমানকে গ্রিন কার্ড দিয়েছে। হাজারো মুসলিম আমেরিকান মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীতে দোভাষীর কাজ করেন—এমন মুসলিমের সংখ্যাও কয়েক হাজার।