নির্বাচনে অনড় ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মুসলিমবিদ্বেষী মন্তব্য করে কঠোরভাবে সমালোচিত হলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল (০৯ ডিসেম্বর) ট্রাম্প বলেন, যে যা-ই বলুক না কেন, তিনি নির্বাচন থেকে সরবেন না। সংবাদ : বিবিসি
সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে গত সোমবার এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে সাময়িকভাবে হলেও যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। ওই বক্তব্যের জন্য তিনি বিশ্বে সমালোচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হুঁশিয়ার করেছে, রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী মন্তব্য দেশটির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এটি দেশটির জাতীয় নিরাপত্তাকে খর্ব করেছে। পেন্টাগন বলেছে, এই মন্তব্য ইসলামিক স্টেটের (আইএস) প্রচারণাকে উসকে দেবে।
হোয়াইট হাউস বলেছে, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে বক্তব্য দেওয়ায় প্রমাণ হয় যে ট্রাম্প নির্বাচনের জন্য অযোগ্য। তবে এসব সমালোচনায় একটুও বিচলিত নন ট্রাম্প। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, রিপাবলিকান দল ছেড়ে এককভাবে নির্বাচন করলেও তাঁর পক্ষে ৬৮ শতাংশ সমর্থন থাকবে। রিপাবলিকান দল নিউইয়র্কের এক ব্যবসায়ীকে ট্রাম্পের বিকল্প হিসেবে মনোনয়ন দিতে পারে।
বিতর্কিত বক্তব্যের পরও ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি রিপাবলিকান দল তাঁকে যথাযথভাবে মূল্যায়ন না করে, তাহলে তিনি সরে দাঁড়াবেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি জীবনে সব সময় জিতেছেন। কখনো হারেননি।