কোকাকোলার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন উৎসব (ক্রিসমাস) উপলক্ষে মেক্সিকোতে প্রচারিত কোকাকোলার বিজ্ঞাপন বিতর্কিত হয়েছে। একটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে ওই বিজ্ঞাপনে দেশটির কালো আদিবাসীদের প্রতি বর্ণবাদী আচরণ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তবে কোকাকোলা কর্তৃপক্ষের দাবি এ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মেক্সিকোর অধিবাসীদের ঐক্য ও আনন্দ বোঝানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কোকাকোলা মনে করেছিল, তাদের বিজ্ঞাপনটি মেক্সিকোবাসীর কাছে সাদরে গ্রহণ করবে। তবে এই বিজ্ঞাপনচিত্রে বর্ণবাদী মনোভাব প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছে মেক্সিকোর ভোক্তা অধিকার ও মানবাধিকার সংগঠন কনজ্যুমার পাওয়ার। কনজ্যুমার পাওয়ারের আলেজান্দ্রো কালভিলো আলজাজিরাকে বলেন, কোকাকোলার বিজ্ঞাপনে দুই ধরনের মানুষকে বোঝানো হয়েছে। একটি ধরন হলো শ্বেতাঙ্গ, যাঁরা সুখী। এই ব্যক্তিরা আদিবাসী শহরে যায় এবং কোক ও ক্রিসমাস ট্রির মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেয়। এ বিষয়টি পুরোপুরি বর্ণবাদী মনোভাব প্রকাশ করে বলে দাবি কালভিলোর।
বিশ্বজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিজেদের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোকাকোলা এবং তারা জানিয়েছে, ৯০ বছর ধরে মেক্সিকোতে আছে তারা। এই সময়কালে কোকাকোলা ঐক্য ও বন্ধুত্বের মাধ্যমে বিভেদহীন সমাজ গড়ার পক্ষে ছিল। সম্প্রতি তাদের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে কোকাকোলা।