যুক্তরাষ্ট্রে বিষাক্ত পানি জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ফ্লিন্ট শহরে সরবরাহকৃত পানিতে বিষাক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে। এ পানি পান করে শিশুসহ শহরটির প্রায় এক লাখ বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সৃষ্ট পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে প্রাদেশিক সরকার। ফ্লিন্টের মেয়র এ পরিস্থিতিকে ‘মানবসৃষ্ট দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা গত প্রায় দেড় বছর ধরে ধীরে ধীরে তৈরি হয়েছে।
দরিদ্র মার্কিন শহরটি আগে নিকটবর্তী ডেট্রয়েট থেকে সরবরাহকৃত পানি ব্যবহার করত। কিন্তু পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সামর্থ্যের অভাবে ডেট্রয়েট থেকে পানি কেনা দেড় বছর আগে বন্ধ করে দিয়েছে ফ্লিন্ট। এরপর থেকেই ফ্লিন্টের পানিতে বিষপ্রয়োগ করা হয়েছে বলে ইঙ্গিত তার।
ফ্লিন্ট প্রশাসনের সহকারী কর্মকর্তা সিন ক্যামার আলজাজিরাকে জানান, শহরটিকে ‘একঘরে করে ফেলার চেষ্টা’ চলছে। কারণ পর্যাপ্ত পানির জন্য নিজস্ব অবকাঠামো নতুন করে গড়ার প্রক্রিয়ায় আছে ফ্লিন্ট প্রশাসন। শহরের অভ্যন্তরীণ পানির চাহিদা ফ্লিন্ট নিজেই মেটাতে পারলে এর ওপর নির্ভরশীল ব্যবসাগুলোতে প্রভাব পড়বে বলেই ফ্লিন্টের পানিকে বিষপ্রয়োগ করা হয়েছে।
বিষাক্ত, সীসামিশ্রিত পানি ফ্লিন্টের অধিকাংশ বাসিন্দাই পান করেছেন এবং এর ফলে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি অসংখ্য শিশুর স্বাস্থ্যে স্থায়ীভাবে আশঙ্কাজনক হারে ক্ষতিকর প্রভাব পড়েছে।