উইকিপিডিয়ার সম্পাদনায় শীর্ষে বুশ
আন্তর্জাতিক ডেস্ক : উন্মুক্ত তথ্যকোষ উইকিপিডিয়ার তার ১৫তম জন্মদিনে একটি তালিকা প্রকাশ করেছে। নাম দিয়েছে শীর্ষ ১৫। এই তালিকার একেবারে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। তালিকার শীর্ষে যাওয়ার জন্য মূল মানদণ্ড ছিল কার পেজ সবচেয়ে বেশিবার সম্পাদনা (মোস্ট এডিটেড পেজ) করা হয়েছে। সংবাদ : বিবিসি।
জানা গেছে, উইকিপিডিয়ায় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের পেজ খোলার পর থেকে এখন পর্যন্ত তিনি অসংখ্য ভক্ত-পাঠককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। তার পেজ এ পর্যন্ত ৪৫ হাজার ৮৬২ বার সম্পাদনা হয়েছে।
এ তালিকায় আরও আছেন এডলফ হিটলার (সম্পাদনা ২৪ হাজার ৬১২), ব্রিটনি স্পিয়ার্স (২৩ হাজার ৮০২)-সহ আরও অনেকে।
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বিবিসিকে বলেছেন, ‘উইকিপিডিয়া গড়ে তোলা ছিল খুবই কঠিন। উইকিপিডিয়ার প্রথম সংস্করণের নাম ছিল নিউপিডিয়া। এর সিস্টেমটি ছিল খুবই জটিল। কিন্তু আমি কখনও ব্যর্থ হতে চাইতাম না। আমার সেই না চাওয়াটাই আজকের উইকিপিডিয়া।’