জিকা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি দল
আন্তর্জাতিক ডেস্ক : জিকা ভাইরাস ‘বিস্ফোরণ’-এ উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একটি জরুরি স্বাস্থ্যসেবা দল গঠন করেছে। বিবিসি জানিয়েছে, এই ভাইরাসের প্রভাবে ব্রাজিলে অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মেছে হাজার হাজার শিশু।
ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. মার্গারেট চ্যান জানিয়েছেন, জিকা ভাইরাস ‘মাঝারি ধাঁচের হুমকি থেকে বড় ধরনের সংকটজনক পরিস্থিতি সৃষ্টি করেছে’ এবং এর প্রভাব ‘মর্মান্তিক’।
জিকা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করা হবে কিনা, সে বিষয়ে সদ্যগঠিত দলটি সোমবার সিদ্ধান্ত নেবে।এর আগে সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। পশ্চিম আফ্রিকায় এ ভাইরাসের সংক্রমণে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।