পাকিস্তানে তিন হাজার সেনা পাঠাচ্ছে চীন
- আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে তিন হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে চীন। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তার জন্য এই বাহিনী পাঠাচ্ছে বেইজিং। ৩ হাজার কিলোমিটার দীর্ঘ ওই করিডোরের নিরাপত্তার জন্য ইসলামাবাদও তৈরি করে ফেলেছে বিশেষ বাহিনী। তাতে প্রায় ১১ হাজার সৈন্য থাকছে। পাকিস্তানে ও পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে চীন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়ায় প্রতিবাদ জানিয়েছে ভারত। সংবাদ : এনডিটিভি।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরটি পাকিস্তানের অশান্ত প্রদেশ বলে বিবেচিত বেলুচিস্তান থেকে শুরু হয়ে মাকারান উপকূল দিয়ে উত্তর দিকে মোড় নিয়ে লাহোর আর ইসলামাবাদকে যুক্ত করেছে। এরপর তা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের গিলগিত-বালতিস্তান হয়ে কারাকোরাম হাইওয়ে দিয়ে চীনের জিনজিয়াং অঞ্চলের কাশগারে গিয়ে শেষ হয়েছে।
পূর্ব চীনের বিশাল এলাকাজুড়ে রয়েছে জিনজিয়াং। জনসংখ্যার একটা বড় অংশ জুড়ে রয়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। বেইজিংয়ের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এই সম্প্রদায়ের অনেকেই অস্ত্র হাতে তুলে নিয়েছেন। তাই জিনজিয়াং প্রদেশেও করিডোর খুব সুরক্ষিত নয়।
এই পরিস্থিতির কথা ভেবেই চীন ৩ হাজার সেনা পাঠাচ্ছে পাকিস্তানে। গিলগিট-বালতিস্তান এবং বালুচিস্তানের বিভিন্ন এলাকায় এই সেনা মোতায়েন থাকবে।