‘ok’ এলো কোথা থেকে ?
- আন্তর্জাতিক ডেস্ক
সামনাসামনি কথা বলার সময়, ফোনে কথা বলার সময়, মেসেজে, হোয়াটসঅ্যাপে এমনকি ফেসবুকের ইকবক্সে সবচেয়ে বেশি বার ব্যবহৃত হয়ে থাকে যে শব্দ সেটি হচ্ছে-‘ওকে’(ok)। গত দুই শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ এটি । গত ২৩ মার্চ ছিল ‘ওকে’-র ১৭৭তম জন্ম দিন।
কীভাবে জন্ম হল এই শব্দের?
১৮৩৯ সালে দুই সংবাদ পত্র বোস্টন মর্নিং পোস্ট ও প্রভিডেন্স জার্নালের মধ্যে ছিল তুমুল বিরোধিতা। পরে সেই সমস্যা মেটে। আর সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ‘ওকে’ শব্দ। বানান ‘okay’। অর্থ– অল কারেক্ট। অর্থাৎ, সব ঠিক আছে। এই শব্দই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
তবে জনপ্রিয়তা বাড়লেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি ওকে। ধীরে ধীরে বানান দাঁড়ায় ok। ‘আচ্ছা’ বা ‘ঠিক আছে’ বোঝাতেই এখন ব্যবহৃত হয় এই শব্দ।