ভানুয়াতুতে সুনামির আশঙ্কা
- আর্ন্তজাতিক ডেস্ক
প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। সেখানে প্রবল ভূমিকম্প হয়েছে এবং সুনামি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সংবাদ : ডেইলি স্টার।
আজ রোববার স্থানীয় সময় সকালে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ২। এই ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
ভানুয়াতুতে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষ বাসে এবং এটি আশিটি দ্বীপের সমন্বয়ে গঠিত। এটি আগ্নেয়গিরি এবং সাইক্লোনের কারণে বেশ ঝুঁকিপূর্ণ একটি দেশ। জাতিসংঘের হিসাবে এটি একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ।