ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে ৪১জন নিহত
- আর্ন্তজাতিক ডেস্ক
ইকুয়েডরে একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪১ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে এটি ছিল ৭.৮ মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পের পরপরই দেশটির ছয়টি প্রদেশে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
আক্রান্ত এলাকা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে । স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, উপকূলীয় শহর ম্যুসনেতে থেকে ভূমিকম্পটি উৎপত্তি হয়ে এটি ৩শ কিলোমিটার দূরবর্তী গোয়েকুইল শহরের একটি ওভারপাস ধসিয়ে দেয়। ধসে পড়া ওভারপাসের নিচে চাপা পড়ে বহু যানবাহণ।
ভূমিকম্পের ভয়ে শহরটির অধিবাসীরা সবাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পের ফলে দেশটির রাজধানী শহরের একটি বড় অংশ জুড়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন আছে। এ ভূমিকম্পের পর পার্শ্ববর্তী দেশ পেরুর উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।