নতুন আতঙ্ক প্যারেকোভাইরাস
- আর্ন্তজাতিক ডেস্ক
ইবোলা ও জিকার ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ধরনের ভাইরাসের সংক্রমণ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। আর এই ভাইরাসটির নাম প্যারেকোভাইরাস। এটি মানুষের মস্তিষ্কের ক্ষতি করে মস্তিষ্কের বিকাশকে বাধাগ্রস্ত করে।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, অস্ট্রেলিয়াতে এই ভাইরাসের দেখা মিলেছে। ২০১৩ ও ২০১৪ এই সালে অস্ট্রেলিয়ায় শতাধিক শিশু প্যারেকোভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরবর্তীতে চিকিৎসার রিপোর্টে জানা যায় এসব শিশুদের অধিকাংশের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ান সোসাইটি ফর ইনফেকশাস ডিজিজেসের (এএসআইডি) এক গবেষণায় থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্যারেকোভাইরাসের জন্য এখনো কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। এমনকি এই রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই। ভাইরাসটিতে আক্রান্ত শিশুদের মধ্যে সাধারণত হৃদরোগ, খিটখিটে মেজাজ ও পেশিতে টান পড়ার প্রবণতা দেখা যায়।
মুখের লালা এবং শরীর নিঃসৃত তরলের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিভিন্নজনের মধ্যে। ভাইরাসটি বিশ্বব্যাপি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে গবেষকরা।