ভূমিকম্পের দুই সপ্তাহ পরে জীবিত মানুষ উদ্ধার
- আর্ন্তজাতিক ডেস্ক
দু সপ্তাহ গত হলো ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। তবে দু সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে ৭২ বছরের এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার একটি উদ্ধারকারী দল কাজ করছিল ইকুয়েডরে। ওই উদ্ধারকারী দলটি ভূমিকম্পের ১৩ দিন পর শুক্রবার মান্যুয়েল ভাসকুইজ নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয় ভেনেজুয়েলার দূতাবাসের ওয়েবসাইটে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার উদ্ধারকারী দলটি ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে মানুষের কান্না শুনতে পায়। পরে সেখান থেকে মৃতপ্রায় মান্যুয়েল ভাসকুইজকে বের করে আনে তারা। তবে দীর্ঘদিন ধ্বংসস্তূপে আটকে থাকার কারণে তিনি বেশ অসুস্থ্য ছিলেন। উদ্ধার করার পর তাকে দ্রুত হাসপাতোলে ভর্তি করানো হয়।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পে ৬৬০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন।