৯ মে প্রকাশিত হবে পানামা পেপার্সের দ্বিতীয় কিস্তি
- আর্ন্তজাতিক ডেস্ক
আগামী ৯ মে পানামা পেপার্সের দ্বিতীয় কিস্তি প্রকাশের ঘোষণা ইন্টারন্যাশনাল কনসোর্সিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম (আইসিআইজে)। দ্বিতীয় কিস্তির গোপন নথিগুলোতে কর ফাঁকি দিয়ে বেনামে সম্পদ গড়ার অভিযোগে রাজনীতিবিদসহ বিশ্বের বিভিন্ন অঙ্গনের প্রভাবশালীদের তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে।
৯ মে গ্রিনিচ সময় সন্ধ্যা ৬টায় গোপন নথিগুলো প্রকাশ করকে তারা। আইসিআইজের ওয়েবসাইটে জানানো এবার আরো দুই লাখ ‘অফসোর কোম্পানির’ বিভিন্ন তথ্য ফাঁস করা হবে। বিশ্লেষকরা মনে করছেন পানামা পেপার্সের দ্বিতীয় কিস্তির মাধ্যমে বিভিন্ন অফসোর কোম্পানি এবং তাদের আসল মালিকদের নামের একটি বড় তালিকা সবার সামনে উন্মুক্ত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ১১ দশমিক ৫ মিলিয়ন ডকুমেন্ট এবং ২ দশমিক ৬ টেরাবাইট তথ্য সংরক্ষিত আছে পানামা পেপার্স নামে। আর এসব তথ্যসমূহ ই-মেল, আর্থিক বিবরণী, পাসপোর্ট এবং করপোরেট নথি আকারে সংরক্ষিত আছে। এসব তথ্যের মূল উৎস হলো আইনবিষয়ক সংস্থা মোসাক ফনসেকার। সেখান থেকেই এসব তথ্য ফাঁস করেছিল আইসিআইজে।