রিজার্ভ চুরির ৪১ কোটি টাকা ফেরত
- আর্ন্তজাতিক ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের একটি অংশ ফেরত দিয়েছেন ব্যবসায়ী ও জুয়াড়ি কিম ওং। ফিলিপাইনের অর্থ পাচার দমন কাউন্সিলের (এএমএলসি) কাছে তিনি এই অর্থ ফেরত দিয়েছেন। যার পরিমাণ প্রায় ২৫ কোটি পেসো বা সাড়ে ৪১ কোটি টাকা । ফিলিপাইনের পত্রিকা ইনকোয়্যারের তাদের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
কিম আইনজীবীর মাধ্যমে এএমএলসির কাছে বুধবার এই অর্থ ফেরত দেন। তিনি বলেন, ‘যখন আমি বুঝতে পারি ওই অর্থ মন্দ, তখনই ফেরত দেওয়া কথা বলেছিলাম। আমি আমার কথা রেখেছি।’
এ নিয়ে চতুর্থ বা চূড়ান্ত দফা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত দিলেন কিম ওং। এর আগে প্রথম দফায় ৪৬ লাখ পেসো, দ্বিতীয় দফা তিন কোটি ৮০ লাখ পেসো ও তৃতীয় দফা ২০ কোটি পেসো ফেরত দেন কিম। আর চতুর্থ বা শেষ দফায় ২৫ কোটি পেসো তিনি ফেরত দিলেন।
উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ফিলিপাইনে যায় আট কোটি ১০ লাখ ডলার। বাকি দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কা।