মিয়ানমারে নির্বাচন রোববার
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে বহুপ্রতীক্ষিত সাধারণ নির্বাচনে আগামীকাল রোববার ভোট গ্রহণ করা হবে। ২৫ বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ: বিবিসি।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, শুক্রবার মধ্যরাত থেকে প্রচার বন্ধ হয়ে গেছে এবং দুপুর থেকেই নির্বাচনী প্রতীক-সংবলিত ব্যানার ও স্টিকার খুলে ফেলা হয়েছে। আজ শনিবার প্রচারণা বন্ধ থাকবে। নির্বাচনে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির দল এনএলডি বিপুল বিজয় পাবে বলে ধারণা করা হচ্ছে।