রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর শেষে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসাইন দেহঘানের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, আগামী ডিসেম্বর মাসে রুশ এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম) বুঝে পাচ্ছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘গত জুন মাসে আমরা রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। এখন তা বাস্তবায়নের পালা। আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এটি হবে একটি বড় ধরনের অগ্রগতি ।’
এর আগে চলতি বছরের এপ্রিলে ইরানের কাছে মিসাইল প্রযুক্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় রাশিয়া। ২০১০ সালে রাশিয়ার পার্লামেন্ট এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এ ছাড়া ইরানের সেনাবাহিনী রাশিয়ায় ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র চালনায় প্রশিক্ষণ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।