চীনে ভয়াবহ ভূমিধস
আন্তর্জাতিক ডেস্ক: চীনে বন্যার কারণে সৃষ্টি হওয়া ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু ও ৩০ জন নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে শনিবার সন্ধ্যায় এই বন্যা দেখা দেয়। চীনের সাইনা ওয়েইবোতে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে ঝেজিয়াং প্রদেশে কাদা ও পাথরের ভেতর থেকে মানুষকে টেনে তুলতে ।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ঝেজিয়াং প্রদেশে ২৭টি বাড়ির বাসিন্দা মাটিচাপা পড়ে এবং ২১টি বাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, ভারি বৃষ্টির কারণে তলিয়ে গেছে দেশটির বিস্তীর্ণ ফসলি জমি ও রাস্তা। তিনশর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে হুনান প্রদেশের মধ্যাঞ্চলে ভয়াবহ শীতকালীন বন্যা দেখা দেওয়ায় কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া প্রায় আট হাজার ২০০ লোককে পুনর্বাসন করা হয়েছে। ১৯৬১ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে সিনহুয়া জানায়, বুধবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত ও বন্যা অব্যাহত থাকতে পারে।