মানের সঙ্গে সুচির সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পর গত রবিবার দেশটির পার্লামেন্টের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন এনএলডি (ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি) প্রধান অং সান সুচি। সাক্ষাৎকালে তিনি মানকে অভিনন্দন জানান। সংবাদ: রয়টার্স।
দ্বিকক্ষবিশিষ্ঠ পার্লামেন্টের নিম্নকক্ষের চেয়ারম্যান মান ফেসবুক বার্তায় জানান , ‘সে (সু চি) আমাকে নির্বাচনের ফল মেনে নেওয়ায় অভিনন্দন জানিয়েছে এবং সান্ত্বনা দিয়েছেন।’ ফেসবুকে তিনি সু চির সঙ্গে তার হাস্যোজ্জ্বল ছবিও শেয়ার করেন। গত ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় মিয়ানমারে। এই নির্বাচনে সুচির এনএলডি প্রায় ৮০ শতাংশ আসন পেয়ে বিজয়ী হয়েছে।
দেশটিতে ১৯৬২ সাল থেকে মিয়ানমারে সামরিক শাসন চলে আসছে। ধারণা করা হচ্ছে এই বিজয়ের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটতে যাচ্ছে। এর আগে ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে এনএলডি বিজয় লাভ করেছিল। তবে সেবার তাদের ক্ষমতায় বসতে দেয়নি সেনাবাহিনী।