ওবামাকে বেইজিংয়ের সতর্কতা !
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগর বিতর্ক থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দূরে থাকতে বলেছে চীন। গতকাল দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে কৃত্রিম দ্বীপ ও সামরিক স্থাপনা নির্মাণ থেকে চীনকে বিরত থাকতে বলেন ওবামা। ওবামার এ কথার জবাবে চীন সরকার এ প্রতিক্রিয়া দেখায়। সংবাদ: এএফপি।
গতকাল মার্কিন প্রেসিডেন্ট গণমাধ্যমকে বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য চীনকে বিতর্কিত সমুদ্র এলাকায় কৃত্রিম দ্বীপ ও সামরিক স্থাপনা নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে। বারাক ওবামার এ ঘোষণার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগর বিষয়ে কথা বলা বন্ধ করতে হবে, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো বন্ধ করতে হবে এবং এ বিতর্ককে আরও জটিল করে তোলা বন্ধ করতে হবে।’ হোং লি আরো বলেন, ওই এলাকায় চীনের নির্মাণকাজ নিয়ে কারও অঙ্গুলিনির্দেশ করার অধিকার নেই।