চীনে নিহত ২১ !
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। সংবাদ: দি টেলিগ্রাফ।
দি টেলিগ্রাফ জানিয়েছে, জিজি শহরের জিংহুয়া খনিতে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হেইলংজিয়াং লংমে মাইনিং হোল্ডিং গ্রুপের মালিকানাধীন খনিটিতে ঘটনার সময় ৩৮ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ১৬জন নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।
প্রসঙ্গত, চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ খনি হিসেবে বিবেচিত। গত বছর দেশটির বিভিন্ন খনিতে দুর্ঘটনায় ৯৩১ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ চীন দুর্বল নিয়ন্ত্রিত খাতটির পরিবেশ উন্নয়নের চেষ্টা করলেও লাভের আশায় দুর্নীতিপ্রবণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে হিমশিম খাচ্ছে। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	