তাজমহল ‘মন্দির ছিল না’
আন্তর্জাতিক ডেস্ক: মুঘল সম্রাট শাহজাহান প্রিয়তমা স্ত্রীর জন্য ভারতের আগ্রায় তাজমহল নির্মাণ করেছেন বলে ইতিহাসে সমাদৃত। কিন্তু দেশটির কট্টর হিন্দুত্ববাদীরা এটা এক সময় মন্দির ছিল বলে দাবি করে আসছেন। তাজমহলে প্রাচীনকালে মূর্তিপূজা হতো বলেও তাদের দাবি। তাই সেখানে হিন্দুসম্প্রদায়ের লোকরা যাতে পূজা-অর্চনা করতে তার দাবিতে আগ্রার একটি আদালতে মামলা দায়ের করেন তারা।
এ ব্যাপারে আদালত এখনো রায় দেয়নি। তবে সোমবার লোকসভায় এক প্রশ্নের জবাবে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী বলেন, আগ্রার তাজমহল আগে মন্দির ছিল এমন প্রমাণ খুঁজে পায়নি সরকার। আদালতে মামলা চলা প্রসঙ্গে তিনি বলেন, সরকারে এ ব্যাপারে সজাগ রয়েছে। এ বিতর্কের প্রভাব যাতে তাজমহল দেখতে আসা পর্যটকদের মধ্যে না পড়ে যে ব্যাপারে সরকার সতেষ্ট রয়েছে।
তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন।
এটিকে ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। তাজমহল বিশ্ব সপ্তাশ্চর্যের একটি। সংবাদ: টাইমস অব ইন্ডিয়া।